একে আজাদ, রাজবাড়ী : শিক্ষার্থীদের সাথে বাজার মনিটরিংয়ে নেমেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। 

আজ মঙ্গলবার বিকালে শিক্ষার্থীদের নিয়ে পাংশা কাঁচা বাজার, মাছের বাজার সহ বিভিন্ন ন্যায্যমূল্যের দোকান মনিটরিং করেন।

এদিকে, পাংশা পৌর শহরের কালীবাড়ি মোড় থেকে স্টেশন পর্যন্ত রাস্তার দু'পাশে ফুটপাত দখল করে চলে বিভিন্ন ব্যবসা। ফলে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হাটতে পারে না। এতে প্রধান সড়ক দিয়ে যাতায়াত করে তারা। যেকারণে সৃষ্টি হয় যানজট, ঘটে দুর্ঘটনাও। এমন অবস্থায় এসব ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে নির্দিষ্ট স্থানে বসার নির্দেশও দেন ইউএনও।

এছাড়াও,নির্দেশ অমান্য করে ফুটপাতের জায়গা দখল করে দোকানের মালামাল বাইরে রাখায় তিনজন মুদি দোকানীকে এক হাজার টাকা করে জরিমানা করেন ইউএনও জাফর সাদিক চৌধুরী।

বাজার মনিটরিং শেষে তিনি জানান, বাজার মনিটরিংয়ের কার্যক্রম চলমান থাকবে এবং সাধারণ শিক্ষার্থীরা নজর রাখবে বাজারে।

(একে/এসপি/আগস্ট ১৩, ২০২৪)