এক মণ ইলিশের দাম লক্ষাধিক টাকা
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরে এখন ইলিশের দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা। তার মানে এক ইলিশের দাম পাঁচ হাজার টাকার উপরে! শুনতে অবাক লাগলেও ঘটনা এমনই। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে মিনাজ বেপারির আড়তে বিক্রির জন্য উঠে পদ্মার এই রাজা ইলিশটি। মাছটির ওজন ১ কেজি ৯২০ গ্রাম।
মিনাজ বেপারি আড়ত পরিচালনাকারী ইলিশ ব্যবসায়ী নবির হোসেন (৩৫) জানান, অরজিনাল পদ্মা নদীর এই ইলিশটি হযরত আলী চেয়ারম্যানের জেলে নৌকার জেলেরা পেয়েছে। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকা পদ্মা- মেঘনা নদী বেষ্টিত। ওই এলাকার জেলেরা পদ্মায় গিয়ে ইলিশ শিকার করে। তাদের জালে বড় সাইজের কিছু ইলিশ ধরা পড়লে সেই ইলিশ চাঁদপুর মাছঘাটে নিয়ে আসা হয়। সকালে ওই আড়ত থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মণ দরে ২ হাজার ৬২৫ টাকা কেজি দামে বিক্রির জন্য মাছটি ক্রয় করেন নবীর। সেটি সে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করবেন। এই দামে বিক্রি করতে পারলে তাঁর সামান্য কিছু লাভ থাকবে।
জানা যায়, নদীর ইলিশ অপর্যাপ্ত হওয়ায় চাঁদপুর বড়স্টেশন ইলিশ ঘাটে ভরা মওসুমেও ইলিশের অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে।
(ইউএইচ/এসপি/আগস্ট ১৩, ২০২৪)