শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের অভিযানে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া কমলো ৪০০ টাকা। 

রোগী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবত তাদের কাছ থেকে অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

সোমবার (১২ আগস্ট) কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা হাসপাতালের এম্বুলেন্স ভাড়া কমানোর দাবী জানালে ফুলপুর টু ময়মনসিংহ পর্যন্ত নিয়মিত ভাড়া ১ হাজার ১০০ টাকা হতে কমিয়ে ৭০০ টাকা নির্ধারণ করেন কর্তৃপক্ষ। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

শিক্ষার্থীরা সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক হাসপাতালে সরকারি এম্বুলেন্স ভাড়া কমের চার্ট টানিয়ে দেন কর্তৃপক্ষ।

(এসআই/এসপি/আগস্ট ১৩, ২০২৪)