বিপৎসীমার ওপরে সুরমার পানি, বাড়ছে যমুনারও
স্টাফ রিপোর্টার : সুরমা নদীর পানি ফের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাথে বাড়ছে যমুনা নদীর পানিও। আজ সোমবার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে এবং যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী দু'দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, ভুগাই ও কংশ নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। সুরমার পানি সিলেটের কানাইঘাটে বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো জানিয়েছে বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে সোমবার পানির সমতল বেড়েছে ৬৫টিতে, কমেছে ৪৩টিতে। আর দু'টি স্টেশনে পানির সমতল অপরিবর্তিত আছে।
এদিকে আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী দু'দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময়ে উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার প্রধান নদীগুলোর পানির সমতল সময়বিশেষে বৃদ্ধি পেতে পারে।
(ওএস/এসপি/আগস্ট ১২, ২০২৪)