প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ‘হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই’ হাতে প্লাকার্ড ও মুখে স্লোগান নিয়ে নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু-মুসলিম কর্মীরা উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার বিকালে বিশাল এক শান্তি  সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের উপস্থাপনায়।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, বিএনপির সহ- সভাপতি মাহবুবুর রহমান মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহ- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈমুর রহমান মাসুদ, ডাংগি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিজউদ্দিন চোকদার, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক ফরিক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমূখ।

উল্লেখ্য, বক্তারা বক্তব্য বিগত বছরের নেতাকর্মীদের ঘুম, খুন, হামলা, মামলা, হয়রানির অভিযোগ করেন। দেশের চলমান নৈরাজ্য ও শক্তিশালী দল গঠনের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

(পিবি/এসপি/আগস্ট ১২, ২০২৪)