শিক্ষার্থীদের হাতে সাজছে ফুলপুর
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখনে ব্যস্ত কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ সোমবার সরেজমিন দেখা যায়, পৌরসভার গোল চত্বর দেয়াল ও রাস্তা সংলগ্ন বিভিন্ন দেয়ালে ছাত্র আন্দোলনের নানান স্লোগান ও আন্দোলনের ছবি এবং হরেকরকম ফুলের ছবি এঁকে দেয়াল গুলোকে অভূতপূর্ব সৌন্দর্য্যে রুপ দিচ্ছেন তারা। কেউবা আঁকছেন বন্ধুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো শহীদ আবু সাইদের বীর শ্রেষ্ঠত্বের সেই দৃশ্য। আবার কেউবা আঁকছেন ছাত্র আন্দোলনে সমর্থন জানানো সকল ধর্মের মানষজনের ভাইরাল ছবির সেই চিত্র। অনেকেই আবার রংয়ের তুলির আঁচড়ে লাল সবুজের পতাকা ও মানচিত্র আঁকায় ব্যস্ত। ছবি ও গ্রাফিতি অংকনের পাশাপাশি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজেও ব্যস্ত থাকছেন তারা। সবমিলিয়ে ফুলপুরটাকে যেনো নতুন রুপে সাজাচ্ছেন শিক্ষার্থীরা।
(এসআই/এসপি/আগস্ট ১২, ২০২৪)