ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পর সারাদেশের থানা গুলো পুলিশ শূন্য হয়ে পড়ে। শেখ হাসিনা পদত্যাগ করার আগের দিন অর্থাৎ ৪ আগস্ট কালিয়াকৈরে ছাত্র জনতার সাথে পুলিশ ও আনসার সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে কালিয়াকৈর থানার ওসি সহ পুলিশ ও আনসার বাহিনীর তিন শতাধিক আহত এবং কমপক্ষে ছয় জন আন্দোলনকারী নিহতের খবর পাওয়া গেছে। সেই সাথে বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগে চুরি, ছিনতাই ও খুনখারাবির মতো অপরাধ বেড়ে গেছে। 

উপজেলার সাহেবাবাদ এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুলাল উদ্দিন বলেন, আমার দুই ভাই প্রবাসী, এলাকায় চুরি ডাকাতির আতঙ্কে সারারাত প্রায় জেগে থাকি, বৈরাগী চালা গ্রামের শের বাহাদুর ও হারেজ মিয়া বলেন, এলাকায় চোর ডাকাত প্রবেশ করলে আগে পুলিশের সাহায্য সহযোগিতা নেওয়া যেত এখন পুলিশ না থাকায় আমরা ভীষণ আতঙ্কে আছি।

তারা আরো বলেন, ৮ তারিখ রাতে পাশের সিনাবহ এলাকায় ডাকাত প্রবেশ করেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকাবাসী। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে গত ৯ আগস্ট উপজেলার সফিপুর বাজারে সাইজুদ্দিন এন্ড সন্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ৯ আগস্ট চন্দ্রা এলাকায় এক নারীর রক্তাক্ত মরদেহ পড়েছিল প্রায় এগারো ঘণ্টা। পরে ঐ নিহত নারীর স্বজনেরা এসে মরদেহটি নিয়ে যায়। এ ছাড়াও সরকার পতনের পর বিক্ষুদ্ধ জনতা বেশ কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা ভাঙচুর ও লুটপাট চালায়। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলার সূত্রাপুর এলাকার গ্যারেজ মিস্ত্রি চান মিয়া ও ওয়াসিম বলেন, আমাদের গ্যারেজ গুলো মহাসড়কের পাশে,আগে রাতের বেলা পুলিশ টহল দিতেন, এখন পুলিশ না থাকায় রাতে আমরা জেগে থাকি- কারণ আমাদের গ্যারেজে বেশ কিছু গাড়ি থাকে আমরা ভয়ে থাকি কখন চোর বা ডাকাত এসে গাড়ি নিয়ে যায়।অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানায় এসে পূর্বের ন্যায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বলে তাদের প্রত্যাশা।

কালিয়াকৈর থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ এসে কবে দায়িত্বভার গ্রহণ করবে এমন প্রশ্নের জবাবে, মুঠো ফোনে ওসি অপারেশন জুবায়ের আহমেদ বলেন, ‘আমরা তো জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই, কিন্তু আমাদের নিরাপত্তা জনিত কারণে আপাতত আমরা পুলিশ লাইনে অবস্থান করছি। এবং উপরস্থ কর্মকর্তাদের দিকনির্দেশনা পেলেই আমরা পূর্বের ন্যায় থানায় যোগদান করে জনগণের সেবা দিতে প্রস্তুত রয়েছি।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কালিয়াকৈর থানার ওসির সাথে কথা হয়েছে,ওসি বলেছেন, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ পুলিশের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করছেন। বিষয়টি নিশ্চিত হলেই তাদের নির্দেশনা অনুযায়ী থানায় যোগদান করবেন। তবে কখন কবে যোগদান করবেন এখনই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

(আইএস/এসপি/আগস্ট ১২, ২০২৪)