গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানার ওসি রদবদল
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের-জিএমপি ৮ থানার মধ্যে ৬ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো- কোনাবাড়ী, বাসন, সদর, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম এবং পূবাইল থানা।
জিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে, জিএমপি কমিশনার মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে জিএমপি গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগে। তার স্থলে কোনাবাড়ী থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মোঃ শাহ্ আলমকে।
অপরদিকে সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিমকে পাঠানো হয়েছে টঙ্গী পূর্ব থানার ওসির দায়িত্ব দিয়ে। তার স্থলে সদর থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ মুস্তাফিজুর রহমানকে। এছাড়াও পৃথক এক আদেশে পূবাইল থানার ওসি কামরুজ্জামানকে একই পদে বদলি
করে পাঠানো হয়েছে টঙ্গী পশ্চিম থানায় এবং পূবাইল থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেনকে। কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত বাসন থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলমকে। বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা ইতিমধ্যেই দায়িত্ব বুঝে নিয়েছেন।
কোটা আন্দোলন ঘিরে অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত জিএমপির বাসন থানার পুরো কার্যক্রম এখনো শুরু হয়নি। আগুনে পুড়ে থানা ভবন অকেজো, অস্ত্র নষ্ট, লুট এবং পরিবহন ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় স্থানীয় ট্রাফিক অফিসে সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন
জিএমপি উপ-কমিশনার (উত্তর)।
(এস/এসপি/আগস্ট ১১, ২০২৪)