মোঃ আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের কয়েকশত শিক্ষার্থী শ্রীমঙ্গল থানা ও উপজেলা প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

আজ রবিবার সকালে শ্রীমঙ্গল সরকারী কলেজ, দ্বারিকা পাল মহিলা কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা একত্রে জড়ো হয়ে প্রথমে তারা শ্রীমঙ্গল থানায় গিয়ে অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়কে জানায়, এখন আর কেউ থানায় হামলা করবে না। তারা পুলিশের পাশে থাকবে। এ সময় তারা শ্রীমঙ্গল থানার বাকী সদস্যদের থানায় নিয়ে আসার আহবান জানান।

পরে তারা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব কে অনুরোধ করেন। জনগণের সেবায় ও জনগনের জানমাল রক্ষার্থে পুলিশ ও প্রশাসনের সকল কর্মকর্তাকে কাজে যোগদান করার অনুরোধ করেন। এ সময় বক্তব্য রাখেন ছাত্র ছাত্রীর পক্ষে সামাদ খাঁন, তামজিদুর রহমান, জামাল উদ্দিন, জিসান আহমেদ রকি।

এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, বিএনপি নেতা ইয়াকুব আলী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ডা. সত্যকাম চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রভাষক ও বাংলা বিভাগীয় প্রধান মো: সাইফুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সূধীজনেরা।

এ সময় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। শ্রীমঙ্গলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তিনি শিক্ষার্থীদের আহবান করেন এমন কাযর্ক্রম করতে এবং শিক্ষার্থীরাও সানন্দে তা করে।

তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগের পর উত্তেজিত জনতার হামলা থেকে সরকারী প্রতিষ্টান সহ সকলের জানমাল জনগণকে রক্ষা করতে নিজের জীবন বাজি রেখে পাহারাদারের ভূমিকা পালন করেছেন। শ্রীমঙ্গলের কোন ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি হতে দেননি। শিক্ষক, ছাত্র, সাংবাদিক সর্ব স্থরের মানুষের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে বৈঠক করে ধ্বংসাত্নক কান্ড বন্ধ করারও আহবান করেন।

(এএ/এসপি/আগস্ট ১১, ২০২৪)