সুন্দরবনে বাঘের আক্রমনে একজন আহত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনে ঢুকে গাছ কাটার সময় বাঘের আক্রমনে রেজাউল পাইক (৫০) নামের একজন আহত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সবেদ আলীর খাল এলাকায় ঘটনাটি ঘটে। আহত রেজাউল শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের সুরাত পাইকের ছেলে। বাঘ গলায় থাবা বসিয়ে দেয়ার পর নিজে বাঘের সাথে লড়াই করে ফিরে আসার সময় প্রভাষ নামের এক ব্যক্তি দেখতে পায়। তখন রেজাউল তাকে ডাক দেয়, দিয়ে বলে আমাকে বাঘে গলা থাবা মেরেছে। তখন প্রভাষ তাকে দ্রুতো তাকে উদ্ধার করে নিয়ে আসে।
প্রভাষ জানান, রেজাউল তার বাড়ির জ্বালানীর জন্য তার বাড়ির সামনে নৌকা নিয়ে কাট কাটে যায়। কাজের মধ্যে হঠাৎ একটি বাঘ ডানপাশ থেকে রেজাউলের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় সে লাঠি নিয়ে বাড়ি দিলে তাকে ছেড়ে বাঘ বনের গভীরে চলে যায়। বাঘের থাবায় গলায় গভীর ক্ষতের সৃষ্টি হওয়ায় তাকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়েছে।
গ্রাম্য চিকিৎসক সুনীল কুমার মন্ডল তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। গ্রাম্য চিকিৎসা সব সুনীল কুমার মন্ডল বলেন, এখন আপাতত রেজাউল তো আছে। এর আগেও আমি ১৩-১৪ জন বাঘে ধরা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি।
স্থানীয় মেম্বার আনারুল ইসলাম বলেন, তার কোন জমি জায়গা নেই। নদীর চরে ওয়াবদার খাস জায়গায় বসবাস করে। তার সংসারের অভাব অনটনের কারণে কাট কাটে জঙ্গলে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বাঘের আক্রমনে একজনের আহত হওয়ার খবর মিলেছে। বন্ধের মৌসুমে কেন কিভাবে তিনি সুন্দরবনে গেলেন ক্ষতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
(আরকে/এসপি/আগস্ট ১০, ২০২৪)