পঞ্চগড়ে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে গত কয়েকদিনে হিন্দু ধর্মালম্বীদের ঘর-বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে পঞ্চগড় শহরে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা।
আজ শনিবার দুপুরে তিনদাফের এই আন্দোলনের প্রথমে পঞ্চগড় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে, পরে সারাশহরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবীতে শ্লোগান দিতে থাকে। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধ চলায় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি। এইসময়ে তারা সংখ্যালঘুদের সুরক্ষা কমিশন ও মন্ত্রণালয় গঠন করাসহ পাঁচদফা দাবী উপস্থাপন করেন।
বিক্ষোভ সমাবেশে স্কুল পড়ুয়া হিন্দু শিক্ষার্থীরা বক্তব্য রাখেন, এরমধ্যে ১০ম শ্রেণির সুবাস বলেন, 'আমি ছাত্র, আমিও বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমার বাড়িত হামলা, ছাত্র সমাজ কোথায়, মুক্ত স্বাধীন দেশে আমরা পরাধীন কেনো?'
গোপাল চন্দ্র বলেন, 'এইদেশে জন্ম গ্রহণ করেছি, কোথায় যাবো, আমরা শান্তিতে ঘুমাতে চাই, নিরাপত্তা নিশ্চিত করুন।'
দ্বীপ বলেন, 'এত সুন্দর দেশ রেখে যাবো কোথায়?'
আন্দোলনে আসা আনন্দ মোহন রায় নামক এক ব্যক্তিকে তাদের ভয়ের কারণ কি জানতে চাইলে, তিনি বলেন, 'যে প্রতিবেশীর সাথে শৈশব- কৈশোর কাটিয়েছি সে যখন বলেন, পালা, না হলো তো বাঁচতে পারবি না, বলুন কি করার আছে?'
পঞ্চগড় হিন্দু সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য গত ৯ আগস্ট জেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, তারা ভালো আছে, কোন বাড়ি ঘর আক্রান্ত হয়নি।
একটি গ্রামে গিয়ে জানা গেলো, তাদের গ্রামের অনেকেই, ছাগল-গরু, হাঁস মুরগী বিক্রি করে পালানোর প্রস্তুতি নিচ্ছে, অথচ ওই গ্রামের কোন হিন্দু সম্প্রদায়ের কোন ক্ষতি হয়নি। তাহলে কেনো এমনটি? তাদের কেনো হতাশা, আতংক, জানতে চাইলে তারা বলেন, 'আমাদের এখানে হয়নি পঞ্চগড়ের কোথাও না কোথাও তো হচ্ছে।"
এ বিষয়ে পঞ্চগড় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা জীবনধন বর্ম্মন জানান, জেলার পাঁচ উপজেলার বিভিন্ন জায়গায় হিন্দুদের যে সমস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, ভাঙচুর, জ্বালাও পোড়াও হয়েছে, এরমধ্যে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান যতীশ, মাগুড়ার শান্ত, মালাধামের নিতাই, জালাসীর সুবাস, বোদা উপজেলার ভীমপুকুরী গ্রামের মধুসূদন, বলরাম বাজারের পরেশ, ময়দানদিঘীর মুকুল মাস্টার, দেবীগঞ্জ উপজেলার সোনাহারের সুকুমার, দেবীগঞ্জ শহরের স্বদেশের বাড়ি।দেশের এই অবস্থায়, অনেকের মুখে শোনা যাচ্ছে, 'এভাবে আর কতদিন?'
(আরএআর/এসপি/আগস্ট ১০, ২০২৪)