রেকর্ড গড়ে পুরুষ ম্যারাথনে সোনা জিতলেন ইথিওপিয়ার দৌড়বিদ
স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে রেকর্ড গড়ে পুরুষ ম্যারাথনে সোনা জিতেছেন ইথিওপিয়ার দৌড়বিদ তামিরাত তোলা। ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন তিনি। এর আগে পুরুষ ম্যারাথনে এত কম সময়ে ম্যারাথন শেষ করতে পারেননি কোনো দৌড়বিদ।
ইথিওপিয়ান কোনো ক্রীড়াবিদ হিসেবে গেল ২৪ বছরে প্রথমবারের মতো সোনা জিতেছেন তোলা।
ম্যারাথনে এবার সোনা জয়ের রেকর্ড করার সুযোগ ছিল কেনিয়ার দৌড়বিদ ইলিউড কিপকোজের। সর্বশেষ দুই আসরে সোনা জিতেছিলেন তিনি। এবার জিতলে হ্যাটট্রিক হতো তার। কিন্তু প্যারিস অলিম্পিকে ব্যর্থ হয়েছেন ইলিউড।
রৌপ্য জিতেছেন বেলজিয়ামের বশির আবদি। এর আগে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সে হিসেবে পদক জয়ে এক ধাপ অগ্রগতি হয়েছে বশিরের।
ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার দৌড়বিদ বেনসন কিপরুতো।
(ওএস/এএস/আগস্ট ১০, ২০২৪)