সালথা প্রতিনিধি : স্বৈরাচার সরকারের পতন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের সালথায় বিজয় র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) জুম্মার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদে ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপজেলা মডেল মসজিদ চত্বর হতে সালথা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দেশে সাম্প্রদায়িক ও রাজনৈতিক শান্তি বজায়ের বার্তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বিজয় র‍্যালিটি শেষ হয়।

এসসয় ছাত্র-জনতারা বলেন, সবাইকে আন্তরিক ভাবে দেশ ও জনমানুষের কল্যানে স্বেচ্ছায় সবসময় দায়ীত্ব পালনের আহ্বান করে ভাষন দিয়েছেন এবং সমাজ সংস্কার ও সংগঠন মজবুত করার লক্ষে "টেন স্টেপ এজেন্ডা"-এর ব্যাপারে বিস্তারিত পরামর্শ ভিত্তিক আলোচনা করা হয়েছে। সবার পরামর্শে সামনে এগিয়ে যাওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিঘ্রই দেশ গড়ার লক্ষে বানানো টেন স্টেপ এজেন্ডা সবাইকে একে একে জানিয়ে দেওয়া হবে। কাল সকাল আট টায় দৃশ্যমান আবর্জনা পরিষ্কার ও পরিকল্পনা গ্রহন কর্মসূচি চলবে এবং দুপুরে জুম্মার নামাজের পরে বিজয় র‍্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সকলকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ করা হয়।

(এএন/এসপি/আগস্ট ০৯, ২০২৪)