মহম্মদপুরে আইন-শৃঙ্খলা বিষয়ে জনগণকে আশ্বস্ত করছেন আনসার বাহিনী
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে আজ শুক্রবার দুপুরে নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নহাটা ইউনিয়নের ফুলবাড়ী বাজারে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, মহল্লায়, মহল্লায়, গ্রামে গ্রামে গিয়ে জনগণকে আশ্বস্ত করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া ওই দিন দুপুরে উপজেলা সদরের বাজার রাধানগর মন্দিরে চত্ত্বরে এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নেস্তয়ারা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক প্রতাপ রায়,উপজেলা প্রশিক্ষিকা স্বপ্না দত্ত, নহাটা ইউনিয়ন আনসার কমান্ডার মোঃআফজাল হোসেন, ইউনিয়ন দলনেত্রী শারমিন, ভিডিপি ইউনিয়ন দলনেতা মোঃ আলিমুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/আগস্ট ০৯, ২০২৪)