পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
স্টাফ রিপোর্টার : পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার (কনস্টেবল থেকে এসআই, ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো। আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়।
(ওএস/এসপি/আগস্ট ০৯, ২০২৪)