ফুলপুরে শহীদ আবু সাঈদের নামে সড়ক
শফিকুল ইসলাম, ফুলপুর : বৈষ্যম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে স্বরণীয় করে রাখতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহেশ্বর হতে কুলিরকান্দা গ্রামের রাস্তার নাম "শহীদ আবু সাঈদ সড়ক" নামে নাম করণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) স্থানীয়দের উপস্থিতিতে সড়কটিতে নতুন নাম করণের সাইনবোর্ড লাগানো হয়।
এসময় কুলিরকান্দা লায়ন্স পাওয়ার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ছাত্রনেতা হাসানুজ্জামান মুক্তা বলেন, শহীদ আবু সাঈদ ভাইয়ের স্মৃতিকে অমলিন রাখতেই গ্রামবাসী ও স্থানীয় ছাত্রজনতার মতামতের ভিত্তিতেই সড়কটির নাম করণ করা হয়েছে।
(এসআই/এসপি/আগস্ট ০৯, ২০২৪)