রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখা।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে, সংগঠনের দায়িত্বশীলেরা খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চে পাহাড়া দেন। একই সাথে মত বিনিময় করেন উক্ত সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে।

অন্যদিকে শহরের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির এবং মন্দিরে দায়িত্বরতদের ও স্বর্ণপট্টিতে রাতের পাহারায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের খোঁজখবর নেয় সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, তারা সব সময় পাশে থাকার কথা জানান। এ সময় সংগঠনটির বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/আগস্ট ০৯, ২০২৪)