মহম্মদপুরে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৮ আগস্ট দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে,চলমান পরিস্থিতি এবং উত্তপ্ত পরিবেশ স্বাভাবিক রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক,শিক্ষক,ইমাম,রাজনৈতিক দলের নেতা-কর্মী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয় রাকিবুল ইসলাম, তৌফিক কালাম অভি, ফেরদৌস রানা,উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, যুগ্ম আহবায়ক সহকারী অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, সদস্য গোলাম আজম সাবু, বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা আমির মাওলানা কবির হুসাইন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ তরিকুল ইসলাম তারা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টন, মতিউর রহমান, আবু নাঈম, উপজেলা ছাত্র দলের সভাপতি নুর আমিন শিকদার সজিব,আখতারুজ্জামান বিল্লা ও প্রেসক্লাব মহম্মদপুরের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ আ.আহাদ সুমনসহ ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও তাদের আত্মার মাকফেরাত কামনা করে দোয়া করা হয়।
(বিএসআর/এএস/আগস্ট ০৯, ২০২৪)