রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র গুলি, মোটরসাইকল, ফ্রিজ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার  সকালে চন্ডিপুর গ্রামের একজন বাসিন্দা জমি চাষ করতে গিয়ে থানার পিছনে একটি পুকুরের পাড়ে কিছু অস্ত্র দেখতে পায়, দেখার সাথে সাথে তিনি প্রশাসনকে অবহিত করেন।

ডিজিএফআই মামুন ও ডিএসবি রাসেল গিয়ে ৫১ টি গুলি, ০৫ টি ম্যাগজিন, ০৪টি রাইফেল, ০২ শর্ট গান উদ্ধার করেন। এসময় সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ০২টি পোড়া মোটরসাইকেল ও থানার একটি ফ্রিজ রেখে যায়।

(আরকে/এএস/আগস্ট ০৮, ২০২৪)