শাহ্ আলম শাহী, দিনাজপুর : ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে কর্মবিরতিতে নেমেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ( ৮ আগস্ট)  বিকেলে দিনাজপুর পুলিশ লইনসে বিক্ষোভ করেছে,কর্মবিরতি পুলিশ।

ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে বিকেলে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপি তারা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ লাইনসের বিভিন্ন সড়কে।

কর্মবিরতি পুলিশের সংখ্যা প্রায় দুই শতাধিক বলে দাবি করেছে দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। তিনি বলেন,দিনাজপুরে প্রায় দুই হাজার পুলিশ সদস্য রয়েছেন।এরমধ্যে যারা পুলিশ লাইনে রয়েছেন তারাই শুধু ককর্মবিরতি করছেন।

(এসএএস/এএস/আগস্ট ০৮, ২০২৪)