মাদারীপুর প্রতিনিধি : সারা দেশের মতো মাদারীপুরেও ট্রাফিকের কাজ, বাজার মনিটরিং ও রাস্তা পরিস্কারের কাজ করলো বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী এক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুরে গত কয়েক দিনে আন্দোলনকে ঘিরে শহরের বিভিন্ন রাস্তায় ময়লা-আর্বজনার সৃষ্টি হয়। পরে শহরের ডিসি ব্রীজ এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা।

এছাড়াও শিক্ষার্থীরা মাদারীপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার, ইটেরপুরসহ বিভিন্ন বাজারে গিয়ে তারা বাজার মনিটরিং এর কাজ করেন। পাশাপাশি কয়েকটি দলে বিভিন্ন হয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিকের কাজও করেন। এ কাজে মাদারীপুরের বিভিন্ন কলেজে, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।

(এএসএ/এসপি/আগস্ট ০৮, ২০২৪)