স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির বিজয় নিশ্চিত ও স্বৈরাচার শাসক আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ পেয়ে বিজয় উল্লাস মিছিল করেন  নারায়ণগঞ্জ ফতুল্লা থানা তাতীদলের নেতৃবৃন্দ।

ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ও ফতুলা ইউনিয়ন ৬নংওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃতে হাজারও নেতা কর্মী নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় ফতুল্লার সস্তাপুর এলাকার ৫নং ও ৬নং জুড়ে আন্দন মিছিল করে সারাদেশের ছাত্র জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

এছাড়াও ফতুল্লার বিভিন্ন এলাকায় সরকার পতনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গসংঠনসহ বিভিন্ন পেশার মানুষ। এসময় শেখ হাসিনা সরকারকে ভুয়া, ভুয়া স্লোগানে মুখর হয়ে উঠে। হৈ হৈ রই রই, আওয়ামীলীগ গেলি কই, এমন স্লোগান দিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা হাত তালি দিতে থাকে।

মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ও ফতুলা ইউনিয়ন ৬নংওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলে বলেন, দেশ আজ এক স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। ছাত্রসমাজসহ আপামর জনগণের বিজয় অর্জিত হয়েছে। এ বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।

এসময় মিছলে উপস্থিত ছিলো, ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ও ফতুলা ইউনিয়ন ৬নংওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ যুবদল,ছাত্রদল সহ বিএনপির অন্যান্য অংগসংগঠনের নেতৃবৃন্দরা।

(এমএস/এএস/আগস্ট ০৭, ২০২৪)