ধামরাইয়ে সংখ্যালঘুদের নিয়ে ঢাকা জেলা যুবদল সভাপতির মত বিনিময়
দীপক চন্দ্র পাল, ধামরাই : তীব্র ছাত্র আন্দোলনের মুখে প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে, দেশ ছাড়ার ঘটনার খবর সাড়া দেশে মত ঢাকার ধামরাই উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়লে,ছাত্র জনতা ,বিরোধী দলীয় নেতা কর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিজয়োল্লাস মেতে উঠে।
এসময় ধামরাই পৌর সদরের প্রধান প্রধান হাট বাজারে বিজয় মিছিল করেছে। এ সময় বাজারের দোকান প্রসার বন্ধ ছিলো। এসম হাজার হাজার মিছিলকারী শেখ হাসিনকে নিয়েও বিভিন্ন শ্লোগান দিয়েছে।
শেখ হাসিনা দেশ ছারার পর বিকেলে ধামরাই উত্তপ্ত হয়ে উঠে। ধামরাইয়ে কিছু দোকানে হামলার ঘটনা ঘটে। গ্রামের এলাকায় হিন্দু পরিবারের উপর হামলা ঘটনার ঘটে। মন্দির নিয়ে পুজারীরা চরম আতংক গ্রস্থ হয়ে পড়ে।
এই ঘটনায় ধামরাইয়ের বিএনপির নের্তৃবৃন্দরা এগিয়ে এসেছেন। বুধবার বিকেলে এক মতবিনিময় সভা হয়েছে ধামরাইয়ের ঐতিহ্যবাহী চার শত বছরের পুরোনো মাধব মন্দির চত্ত্বরে।
এ সভায় পুজারী,হিন্দু নের্র্তৃবৃন্দও সংখ্যালঘু দের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিকেল চারটায়। বহু স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ অনুষ্ঠানে সভাপতিত্ত করেছেন ধামরাই মাধব মন্দির কমিটির সভাপতি অসিত বরন গোস্বামী।অনুষ্ঠানে আরো বিএনটির নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মুরাদ কঠোর ভাষায় বলেন কোনো সংখ্যালঘু পরিবারের উপর ও কোনো ধর্মীয় উপাশনালয় মন্দিরে কেউ ক্ষতিসাধন থেকে বিরত থাকতে নির্দেশ করেন। তিনি বলেন এটা তারেক রহমানে নির্দেশ। তিনি সবাইকে স্বাধীন ভাবে ধর্ম পালনে অনুরোধ করেছেন। তিনি বলেন আমি ও আমরা আপনাদের পাশে আছি থাকবো বলেন। গোট উপজেলায় নজরদারী থাকবে বলেন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেছেনে মন্দির কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন।
(ডিসিপি/এএস/আগস্ট ০৭, ২০২৪)