সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কোটা বিরোধী আন্দোলনে সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ ছাত্র শিবির কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বুধবার বিকেলে গায়েবানা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওজেলাসদরের বিপুল কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তৌহিদী জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামাতে ইসলামীর আমির মাওলানা সেফাউল হক, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ু্বী, কাপাসিয়া উপজেলা শাখার জামায়েতের আমীর মাওলানা ফরহাদ মোল্লা, মাওলানা তোফাজ্জল হোসেন শিবির নেতা ইমরান হোসেন, ওসামা হোসেন, রাকিব হোসেন, নাইম হোসেন প্রমুখ।

উপজেলা জামাত সৃত্রে জানান, আজ বুধবার সকাল থেকে জামাতে ইসলামী, ছাত্রশিবির উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংখ্যলঘু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন।

(এসকেডি/এসপি/আগস্ট ০৭, ২০২৪)