স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আজ বুধবারও নির্বাচন ভবনে আসেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানও অফিস করেননি।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা দেশ ছাড়ার পর মঙ্গলবার (৬ আগস্ট) সিইসি, চার নির্বাচন কমিশনার, সচির, অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি। তবে অন্য কর্মকর্তা-কর্মচারীরা হামলা আতঙ্কে একবার ভবনের নিচে নেমে আসেন। পরে দুপুর একটা না হতেই সবাই চলে যান।

বুধবার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেছেন৷ এসেছে ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরাও।

সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানান, সিইসি সুস্থ আছেন৷ গতকাল ও আজকে আফিস করতে পারেননি৷ আসলে পুলিশ প্রকেটশন না থাকায় এমন হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) অফিস করতে পারেন।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা, থানায় হামলার আতঙ্ক এখনো মানুষের মাঝে বিরাজ করছে। পুলিশ এখনো কাজে যোগ দেয়নি৷ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ছাত্রদের দেখা গেছে।

(ওএস/এসপি/আগস্ট ০৭, ২০২৪)