পাংশায় সাবেক ছাত্রলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানের অফিসে পৃথক হামলা-ভাঙচুর
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় এক ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির অফিসে পৃথক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার উপজেলার সরিষা ইউনিয়নে এবং পাংশা মৈশালা এলাকায় এ ঘটনা দুটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজমল আল বাহারের সরিষা বাজারস্থ্য একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় তার অফিসে দূর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারিরা অফিসের দরজা, জানালা, আসবাপপত্র, ব্যাসিং ও চেয়ার টেবিল ভাংচুর করে।
এ ব্যাপারে আজমল আল বাহার মুঠোফোনে বলেন, ঘটনার সময় আমি ওখানে ছিলাম না। তবে বিএনপির কিছু লোক এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি।
অপরদিকে মঙ্গলবার রাতে পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম ফারুফ এর পাংশা মৈশালা এলাকায় অবস্থিত দলীয় অফিসে হামলা ও ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত।
এ ব্যাপারে মুঠোফোনে মারুফ বলেন, মঙ্গলবার রাতে ওরা আমার অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এবং অফিসে থাকা আমার টেলিভিশন ও ল্যাপটপ সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।অপরদিকে বুশবার উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামে রবিন বিশ্বাস নামে একজনের বাড়ি থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
(একে/এসপি/আগস্ট ০৭, ২০২৪)