গোপালগঞ্জে টুলু বিশ্বাসের বাড়িতে দস্যুতার অভিযোগ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টুলু বিশ্বাস (৫৩) নামের এক বৃদ্ধার বাড়িতে দস্যুতার অভিযোগ উঠেছে। এসময় তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়েছে বলে জানায় ভুক্তভোগী ওই বৃদ্ধা।
মঙ্গলবার (৭ আগস্ট) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাসের মেয়ে।
ভুক্তভোগীর ওই নারীর বোন শিখা বিশ্বাস বলেন, আমারা পাঁচ ভাই-বোনের মধ্যে টুলু বিশ্বাস সবার ছোট। আমরা চার ভাই-বোন ঢাকায় বসবাস করি। টুলু বিয়ে করেনি সে আমার বাবার বাড়িত থাকে।
সে গত রাতে রাতের খাবার শেষ করে ঘরের বাহিরে পানি ফেলে ঘের প্রবেশ করে দরজা খোলা ছিলো ।
এসময় ৩ জন লোক ঘরে প্রবেশ করে টেলিভিশন ও লাইট বন্ধ করে দেয় এবং তার মুখ বেঁধে আলমারির চাবি নিয়ে যায়। এসময় আলমারি থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। তিনি আরো বলেন দস্যুদের মুখ খোলা ছিলো। তাদের দেখলে আমার বোন চিনতে পারবে।
কুশলা ইউপি সদস্য নিতাই বিশ্বাস বলেন,এ ঘটনা জানতে পেরে আমি টুলু বিশ্বাসের বাড়ি যাই। টুলু বিশ্বাসের মুখে এঘটনার বর্ণনা শুনেছি। বর্তমান দেশের অবস্থা ভালো না। তাই থানায় অভিযোগ করেনি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম বলেন, এ বিষয়ে এক শ্রণির লোক গুজব ছড়াচ্ছে। এঘটনা সঠিক নয়। কোটালীপাড়ায় এখন পর্যন্ত এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
(টিবি/এসপি/আগস্ট ০৭, ২০২৪)