ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করলেন চৌধুরী নায়াব ইবনে ইউসুফ
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।
মঙ্গলবার বিকেলে শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সহ-সম্পাদক পরাশর বন্ধু ব্রহ্মচারী, কার্যকরী সদস্য বন্ধু প্রাণ ব্রহ্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সেখানে তিনি শ্রীধাম শ্রী অঙ্গনের নানা বিষয়ে খোঁজখবর নেন এবং ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্ক অক্ষুন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
(আরআর/এএস/আগস্ট ০৬, ২০২৪)