শাহনাজ পারভীন, বকশীঞ্জ : জামালপুরে বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের  দলীয় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করে দুর্বৃত্তটরা।  ৪ আগস্ট রবিবার দুপুর ২টার সময় এই ঘটনা ঘটে। বকশীগঞ্জ  আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয়নেতা কর্মীরা অফিসে শান্তিপূর্ণ সমাবেশ করেন ।

সেই সময় আন্দোলনকারীরা বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা অফিসের সামনে এসে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দেয় ও অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ করে আন্দোলনরত বিক্ষিপ্ত ছাত্র জনতা। তারা বকশীগঞ্জ হাওয়ে থানা ভাঙচুর অগ্নিসংযোগ করেন।

তাছাড়াও উপজেলা অফিসে বিভিন্ন দপ্তরের লোকজনদের মারধর করেন। বকশীগঞ্জ উপজেলা পরিষদ সামনে থাকা একটি গাড়িতে আগুন লাগিয়ে দেন।

(এসপি/এএস/আগস্ট ০৪, ২০২৪)