বিশেষ প্রতিনিধি : ছাত্রদের সাথে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ কলিন্স পার্থ পদত্যাগ করেছেন।

শনিবার রাতে এসএম কলিন্স পার্থ নামের ফেইসবুক আইডি থেকে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি, মোঃ কলিন্স পার্থ, বিগত ২৬ জুলাই ২০২১ থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর গোয়ালন্দ পৌর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম।

হাই স্কুল থেকে বড় ভাইদের সাথে ছাত্রলীগের মিছিল, মিটিং থেকে শুরু করে নির্বাচন গুলোতে চেষ্টা করেছি নিজের সাধ্যমত কাজ করে যাওয়ার। তারপর এই স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ পোস্টে তিনটা বছর কাজ করার সুযোগ পেয়েছি চেষ্টা করেছি একজন স্বেচ্ছাসেবকের সমাজ দেশ ও জাতির জন্য যা যা করণীয় সেই কাজগুলো করার।

আমার পরিবার আওয়ামী পরিবার হওয়া সূত্র আওয়ামী লীগ এর রাজনীতির সাথে আমার পথ চলা হলেও -নিজে বুঝতে শেখার পর কোন এক লেখকের লেখা একটি বইয়ের ৫২ পৃষ্ঠা পড়ে চেষ্টা করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নীতি নিজের মধ্যে ধারণ করার। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতি আমার মদ্ধে বিদ্যমান। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা এই বাংলার ছাত্রদের মধ্যে ছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। সেই আদর্শকে সম্মান জানিয়ে ছাত্রদের সাথে একমত প্রকাশ করায় আমার সাংগঠনিক পরিচয় প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই আমি, স্বেচ্ছায়, সজ্ঞানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গোয়ালন্দ পৌর শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলাম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এ বিষয়ে জানতে সদ্য ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগকারী নেতা মোঃ কলিন্স পার্থের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

(একে/এএস/আগস্ট ০৪, ২০২৪)