রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে সাতক্ষীরায় যুবলীগের ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগ করে ও বঙ্গবন্ধুর ম্যুরালে কাঁদা ছুঁড়ে প্রতিবাদ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারিরা। রবিবার দুপুর ১২টার দিকে শহরের খুলনা রোডের মোড় থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় যুবলীগের ব্যানার টেনে ছিঁড়ে ফেলে তাতে অগ্নিসংযোগ করা হয়। পরে খুলনা রোডের মোড়ে বঙ্গন্ধুর ম্যুরালে কাদা ছোঁড়া হয়। আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক, বিএনপি নেতা তারিকুল হাসান, অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, ছাত্রদলের হাফিজুর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীর অংশ নেয়। দুপুর সাড়ে ১২টায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব শহরে মোতায়েন করা হয়েছে। যেকোন সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে এক দফা দাবিতে আন্দোলনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ। রবিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের পোস্ট অফিস মোড়ে এই আয়োজন করা হয়। এতে জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ফিরোজ কামাল শুভ্র, যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক সীমা ছিদ্দিক, ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। কর্মসূচিতে আওয়ামী লীগ ছাড়াও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরকে/এএস/আগস্ট ০৪, ২০২৪)