সালথায় অটোরিক্সা চাপায় শিশু নিহত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় অটোরিক্সার চাপায় ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুর নিহত হয়েছে। শনিবার বিকালে উপজেলা যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী আঞ্চলিক সড়কের এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের সাহেব আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, মায়ের সাথে শিশু ফাতেমা যদুনন্দী বাজার থেকে অটোতে করে বাড়ির সামনে এসে নামে । তখন পিছন থেকে অন্য একটি অটোরিক্সা এসে চাপা দেয়। তৎক্ষণিক মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফায়েজুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এএনএইচ/এএস/আগস্ট ০৩, ২০২৪)