স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলায় চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার দুপুরে জেলার সখীপুরে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। এসময় দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। 

টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্য সহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’

(এসএম/এসপি/আগস্ট ০৩, ২০২৪)