বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী (১৩) কে ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার একমাত্র আসামী মিঠুন কুমার দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন। মিঠুন রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের আনন্দ কুমার দাসের ছেলে।

ওই ছাত্রীর বাবা বলেন, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই তার মেয়ে অসুস্থ হয়ে পরে। কেন অসুস্থ হয়েছে সে, তার জবাবে পরিবারের সদস্যদের জানায় মিঠুন তাকে ধর্ষণ করেছে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে এখন তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই শরীফ মফিজুর রহমান বলেন, শুক্রবার (২ আগস্ট) সকালে আসামী মিঠুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

(একে/এসপি/আগস্ট ০৩, ২০২৪)