একে আজাদ, রাজবাড়ী : সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবীর প্রতি সমর্থন জানিয়ে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের শেষের দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ছাত্রদের ধাওয়া করে।  

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বড়পুর মোড় থেকে সাধারণ শিক্ষার্থী, বিএনপি নেতাকর্মী, আইনজীবি, শিক্ষক সহ বিভিন্ন মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দীর্ঘক্ষণ ধরে পান্না চত্বরে আসে। সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন ধরণের শ্লোগান দিয়ে সড়কের উপর অবস্থান করে। পরে কর্মসূচি শেষ করে চলে যাওয়ার প্রাক্কালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা সহ মিছিল নিয়ে ছাত্রদের ধাওয়া করে।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে আলোচনা সভা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন প্রমুখ।

(একে/এসপি/আগস্ট ০৩, ২০২৪)