রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে বাংলা ব্লকেড ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা একদফা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়।

শনিবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলার হাওয়াই রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ি বাজার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দেশে যে সকল শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তিসহ স্বৈরাচার সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এছাড়া কেন্দ্রীয় যে নয় দফা দাবি রয়েছে সেই দাবিও বাস্তবায়ন চান তারা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীতে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা অংশ নেয়।

(আরআর/এসপি/আগস্ট ০৩, ২০২৪)