জামাত-শিবিরের রাজনীতি চিরতরে বন্ধের আহবান
ময়মনসিংহে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী জামাত-বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাস ও পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক সিনিয়র এডভোকেট মোঃ জালাল উদ্দীন খান।
অন্যানর মধ্যে বক্তব্য রাখেন এডঃ আবুল কালাম আজাদ সদস্য সচীব বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ, এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ ময়মনসিংহ, এডঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি ময়মনসিংহ, সিনিয়র এডঃ মোঃ কবীর উদ্দীন ভূইয়া, সিনিয়র এডঃ এমদাদুল হক এপিপি ও সাবেক সহ সভাপতি জেলা আইনজীবী সমিতি ময়মনসিংহ এবং সিনিয়র এডঃ বদর উদ্দিন আহমেদ পিপি ময়মনসিংহ।
বক্তারা দেশে বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান এবং জামাত শিবির নিষিদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে এডঃ জালাল উদ্দীন বলেন, এদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলার বিরুদ্ধাচারণ করার দূুসাহস দেখিয়ে জামাত বিএনপি যে ধৃষ্টতার পরিচয় দিয়েছে তা মেনে নেওয়া সম্ভব নয়। অনতিবিলম্বে এদের রাজনীতি নিষিদ্ধ করার উপর জোর দেন। একবাক্যে সকলেই ধীক্কার জানিয়ে জামাত শিবিরের রাজনীতি চিরতরে বন্ধের আহবান জানান।
এডঃ এমদাদুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার দেখে দেশদ্রোহী জামাত শিবির হিতাহিত জ্ঞানশুন্য হয়ে দেশের মধ্যে এই অরাজক পরিস্থিতি তৈরী করে ঘোলাপানিতে মাছ শিকার করার অপকৌশলের চেষ্টা করেছিল, যা এদেশের মানুষ কখনোই মেনে নিতে পারে না।
(এনআরকে/এসপি/জুলাই ৩০, ২০২৪)