কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

৩০ জুলাই থেকে ৫ আগষ্ট এ সাত দিন মৎস্য সপ্তাহে কলাপাড়ায় সব শ্রেণির মানুষকে মাছ চাষে উদ্ধুদ্ধ করণের পাশাপাশি উপজেলায় সফল মাছ চাষীদের পুরস্কার ও জেলে পরিবারের একজন মেধাবী শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। তিনি বলেন, সমুদ্রে ৬৫ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন কলাপাড়ায় আটক করা মাছ ১২ লাখ টাকায় বিক্রি ও ৮ লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোরান বিশ্বাস পলাশ, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মানুন, মোশারফ হোসেন মিন্টু প্রমুখ।

(এমকেআর/এএস/জুলাই ৩০, ২০২৪)