এখনও সাড়া দেয়নি ফেসবুক, সহযোগিতার আশ্বাস টিকটকের
স্টাফ রিপোর্টার : ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বাংলাদেশের আইন ও সংবিধান এবং তাদের নিজেদের পলিসি এ দেশে বাস্তবায়ন হচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু টিকটক ছাড়া ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সাড়া দেয়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভা কক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তাবিষয়ক জরুরি সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সহিংসতার ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছিল। এতে সহিংসতা আরও বেড়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়।
গত ২৭ জুলাই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের আগামী ৩১ জুলাই বিটিআরসিতে ডাকা হয়েছিল।
পলক বলেন, আশা করছি এখনও সময় আছে, তারা সাড়া দেবেন।
(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৪)