শিবচরে সাপের কামড়ে প্রাণ গেলো অন্তঃসত্ত্বার
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে তানিয়া আক্তার (২৫) নামের অন্তঃসত্ত্বা এক নারী মারা গেছে।
রবিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তরবাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত তানিয়া আক্তার একই গ্রামের সৌদি আরব প্রবাসী দিলু মল্লিকের স্ত্রী। তিনি এক সন্তানের মা। বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তানিয়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে তানিয়া বসত ঘরের দরজা খুলে বাহিরে বের হতে যায়। দরজার সামনে পা ফেলতেই বিষধর সাপ তানিয়াকে কামড় দেয়। তানিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পওে পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় দাদন হাওলাদার নামে এক কবিরাজের কাছে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, সাপের কামড়ে আমার ছেলের বউ মারা গেছে। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজিজুল হক খান বলেন, হাসপাতালে আনার অনেক আগেই সাপাকাটা রোগী তানিয়ার মৃত্যু হয়। স্থানীয় ফকির বা কবিরাজের কাছে না গিয়ে প্রথমে হাসপাতালে নিয়ে আসলে হয়তো তানিয়াকে বাঁচানো সম্ভব হতো।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার গোলদার বলেন, সাপে কাটায় রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
(এএসএ/এসপি/জুলাই ২৯, ২০২৪)