শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে গ্রেপ্তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ফুলপুরে সংঘর্ষ ও সংঘাতের ঘটনায় পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে ফুলপুর থানায় ২টি মামলা দায়ের করেছেন থানা পুলিশ। 

পুলিশ বাদী ওই মামলা দুটিতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল বাশার আকন্দ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রিপন, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা উদ্দিন সুজা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোস্তফা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকারসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১১ শতাধিক জনকে আসামী করা হয়েছে। এতে গ্রেপ্তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও জামায়াতের সকল নেতাকর্মীরা। ওই মামলায় এ পর্যন্ত বেশকিছু আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

(এসআই/এসপি/জুলাই ২৯, ২০২৪)