দুষ্টু কোলাব্যাঙ
সাজ্জাক হোসেন শিহাব
কেনো ডাকিস এতো
বৃষ্টি এলে-ধুম?
বিয়ে নাকি কারও
নাই কি তোদের ঘুম?
বরষা এলেই দেখি
তোদের কতো দল,
কোথায় থাকিস আগে
এইটা আমায় বল।
ভরা খালে যখন
ডুবাই আমার ঠ্যাঙ,
কোথায় পালাস তোরা
দুষ্টু কোলাব্যাঙ!
আমায় দেখে পাজি
দিস রে কেনো ডুব
ডাকটা শুনতে তোদের
ইচ্ছে করে খুব।