রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে সেক্টর কমান্ডার্স ফোরাম এর  উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির ইন্ধনে ও পৃষ্ঠপোষকতায় সম্মিলিতভাবে কোটাবিরোধী আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ। সংগঠনটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা খন্দকার মনজুর আলী, সালথা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শরিফ কায়সার প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। অথচ তাদের ‌ অবদানকে খাটো করে দেখা হচ্ছে। সামাজিক প্রচার মাধ্যমে তাদেরকে ট্রল করা হচ্ছে।

এদেশে মুক্তিযোদ্ধা কোঠা ছিল এবং আছে এটা সব সময় থাকবে।

বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং বিএনপি মিলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঠে নামিয়েছে। তাদেরকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এর ফলাফল ভালো হবে না।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়ে সংস্কার আন্দোলনের সাথে যারা জড়িত তাদের ঘরে ফিরে যাবার আহ্বান করেন।

(আরআর/এএস/জুলাই ১৮, ২০২৪)