পদ্মায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সিয়াম শেখ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফরিদপুর সদর উপজেলার গোয়ালটিকা গ্রামের শহিদুল শেখের ছেলে।
আজ বুধবার দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাটে পদ্মা নদীতে গোসল করার জন্য নৌকা থেকে লাফ দিয়ে তলিয়ে যায়।
স্থানীয়রা বলেন, সিয়াম শেখ পদ্মা নদীতে লাফ দিয়ে দীর্ঘক্ষণ হলেও আর উঠতে পারেনি। পানি থেকে উঠে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুজি চালিয়ে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে কালুখালী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালুখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ বাকী বিল্লাহ বলেন, সিয়াম শেখ হরিণবাড়ীয়ার চর এলাকার তার ফুফা হারুন অর রশিদের বাড়ীতে বেড়াতে আসে। পদ্মা নদীতে গোসল করার জন্য নৌকা নিয়ে যায়। নৌকা থেকে লাফ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে। কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(একে/এসপি/জুলাই ১৭, ২০২৪)