আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গৈলা মডেল ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন সভাপতি হালিমুজ্জামান হালিম এর সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে গৈলা আদর্শ শিশু নিকেতনে ওই বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
সভায় দলের সাংগঠনিক কাটামো আরও শক্ত করে ঐক্যবদ্ধভাবে সবাইকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানানো হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, নিত্যানন্দ মজুমদার, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ লাহেড়ী উজ্জ্বল, আওয়ামী লীগ নেত্রী পবিত্র রানী বাড়ৈ, অনিমা নাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাতসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
(ওএস/এসপি/জুলাই ১৬, ২০২৪)