পাংশায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়
বিশেষ প্রতিনিধি : পাংশায় সাংবাদিকদের সাথে মতি বিনিময় সভা করলেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২ টায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই মতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির, আরএমও ডাঃ দেলোয়ার হোসাইন, মেডিকেল অফিসার, ডাঃ ফাহিম, পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সিনিয়র, কাজী সেলিম মাবুদ সহ পাংশা উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
এসময় পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারের মান আরো উন্নত করতে। হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার পরিছন্ন করতে হবে। কমিউনিটি ক্লিনিক গুলো তে নিয়মিত ডাক্তার দের নিয়মিত কমিউনিটি ক্লিনিকে রোগীদের সেবা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ ও কমবে।
নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে বিষয় আলোচনা করেন সাংবাদিকের সাথে। সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্যসেবার নানা ধরনের অনিয়মের বিষয় উল্লেখ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির বলেন আমি যথাযথ ভাবে চেষ্টা করবো পাংশার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার জন্য। এ বিষয়ে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
(একে/এসপি/জুলাই ১৬, ২০২৪)