একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী ৫০৬ নম্বর সাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পরে সকাল পৌনে দশটার সময় ট্রেনটিকে উদ্ধার করে রেলওয়ের উদ্ধারকারিরা। 

এর আগে সোমবার (১৫ জুলাই ) সকাল পৌনে ৮ টার সময় গোয়ালন্দ ফিড মিলের পিছনের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফিড মিল এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির একটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন। তারা বলেন, মাঝে মধ্যেই এ এলাকায় ট্রেনের এমন ঘটনা ঘটে। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন ও নিরাপদ চাই।

রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের পিছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। দুই ঘণ্টা চেষ্টার পর চাকাটি উদ্ধার করার পর ট্রেনটি ছেড়ে আসে।

(একে/এসপি/জুলাই ১৫, ২০২৪)