মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে জিয়া মোল্লা (৪৮) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত জয়নদ্দিন এর ছেলে।
জানা গেছে, গত শনিবার রাতে নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে হয়ে জিয়া মোল্লা আহত হন। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকেরা স্থানীয় এক চিকিৎসকের নিকট নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে জিয়াউর রহমান নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(বিএস/এসপি/জুলাই ১৪, ২০২৪)