সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপের চুড়ান্ত খেলা আজ শনিবার বিকেলে দরদরিয়া বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর বাড়ির খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় উপজেলার কাপাসিয়া ইউনিয়ন ও ভাওয়াল চাদপুর ইউনিয়ন অনুর্ধ্ব ১৭ বালক দল অংশ নেন।

খেলা পরিচালনায় ছিলেন মোঃ নাসির উদ্দীন মাস্টার সহকারী হিসাবে এমদাদুল হকও নাশির সরকার। উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রসাশনের আয়োজনে চুড়ান্ত খেলায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।

মোঃ জাহাঙ্গীর হোসেন মাস্টারের ধারা ভাষ্যকারে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান,কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হাফিজুল হক চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান শামিমা নাসরিন শিখা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, খেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক বাইস-চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ,রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সফিকুল হাকিম মোল্লা হিরন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান, ভাওয়াল চাদপুর ইউনিয়ন পরিষদের ইকবাল মাহমুদ খান, তরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আয়বুর রহমান সিকদার, সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোবারক হোসেন প্রমুখ।

খেলায় কাপাসিয়া ইউনিয়ন পরিষদ দল ও ভাওয়াল চাদপুর ইউনিয়ন দলকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

(এসকেডি/এএস/জুলাই ১৩, ২০২৪)