ফুলপুরে বনগাঁও-ডেফুলিয়া বাজার রাস্তার শুভ উদ্বোধন
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫নং সদর ইউনিয়নের বনগাঁও হতে ডেফুলিয়া বাজার (আধা কিলোমিটার) পাকা রাস্তার শুভ উদ্বোধন করেছেন সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি।
শুক্রবার (১২ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লাগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব।
ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক ফকির রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রলীগ সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, আব্দুস সালাম আকন্দ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকি বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাব, রুবেল আহমেদ ফকির, মোঃ রানা, সাইফুল ইসলাম, আকিকুল ইসলাম, যুবলীগ নেতা সোহানুর রহমান সোহাগ, শফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, যুবলীগ নেতা মাহমুদুল হাসান লিখন।
উল্লেখ্য যে, এসময় খড়িয়া নদীর উপর বাঁশতলা-শিলপুর ব্রিজ নির্মাণ ও জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দ্রুত পাঁকা করণের আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি।
(এসআই/এসপি/জুলাই ১৩, ২০২৪)